The World's Smallest Backboned Species
The world's smallest backboned animal found in Australia's Papua New Guinea's rainforest. There found a toad so small that can be put into top of a finger. This toad has been given the name "Paedophryne Amauensis". It's another name is "Paedophryne Swiftorum". Though the name is large the length of the frog is around eight millimeter. Dark brown colored this toad has small blackish-blue and white streaks of color its body. In 11th January 2012 United States journal "Public Library of Science" has published a report about the existence of this smallest backboned species. The report said that, the frogs is so small that it is hard to find in the forest of Papua New Guinea. The scientist of Louisiana State University Chris Austin, who found this toad has said, before this there wasn't so small backboned animal found in the world. Note that before today "Paedocypris Progenetica" was called as the smallest backboned animal which was detected in 2006. But on 11th January 2012 it had lost importance. From now "Paedophryne Amauensis" the little toad will be called as the smallest backboned animal of the world.
The world's smallest backboned animal found in Australia's Papua New Guinea's rainforest. There found a toad so small that can be put into top of a finger. This toad has been given the name "Paedophryne Amauensis". It's another name is "Paedophryne Swiftorum". Though the name is large the length of the frog is around eight millimeter. Dark brown colored this toad has small blackish-blue and white streaks of color its body. In 11th January 2012 United States journal "Public Library of Science" has published a report about the existence of this smallest backboned species. The report said that, the frogs is so small that it is hard to find in the forest of Papua New Guinea. The scientist of Louisiana State University Chris Austin, who found this toad has said, before this there wasn't so small backboned animal found in the world. Note that before today "Paedocypris Progenetica" was called as the smallest backboned animal which was detected in 2006. But on 11th January 2012 it had lost importance. From now "Paedophryne Amauensis" the little toad will be called as the smallest backboned animal of the world.
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণী
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণীর খোঁজ পাওয়া গেল অস্ট্রেলিয়ার পাপুয়া নিউগিনির রেইনফরেস্টে। সেখানে আঙুলের ডগায় বসিয়ে রাখা যায় এমন ছোট একটি ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। এই ব্যাঙের নাম দেয়া হয়েছে ‘পেডোফ্রাইন অ্যামোএনসিস’। এর আরেক নাম হলো ‘পেডোফ্রাইন সুইফটোরাম’। তার নাম বিশাল বড় হলেও লম্বায় ব্যাঙটি মাত্র আট মিলিমিটার। গাঢ় বাদামি রঙের এই ব্যাঙের গায়ে আছে কালচে নীল আর সাদা রঙের ছোট ছোট দাগ। ১১ই জানুয়ারী ২০১২ আমেরিকার ‘পাবলিক লাইব্রেরি অব সায়েন্স’ জার্নালে এই ক্ষুদ্রতম মেরুদণ্ডী প্রাণীর অস্তিত্বের ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এই ব্যাঙটি আকারে এতই ছোট যে পাপুয়া নিউগিনির বনে এদের খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য। এই ক্ষুদ্রতম ব্যাঙের সন্ধানদাতা আমেরিকার লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ক্রিস অস্টিন জানান, এর আগে এত ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণীর সন্ধান বিশ্বে পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে সন্ধান পাওয়া মাছ ‘পেডোসাইপ্রিস প্রোজেনেটিকা’কে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণী বলা হতো।কিন্তু ১১ই জানুয়ারী ২০১২ থেকে সে ওই গৌরব হারিয়েছে। এখন থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদে মেরুদণ্ডী প্রাণীর নামে ছোট্ট ব্যাঙ ‘পেডোফ্রাইন অ্যামোএনসিস’কেই ডাকা হবে।
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণীর খোঁজ পাওয়া গেল অস্ট্রেলিয়ার পাপুয়া নিউগিনির রেইনফরেস্টে। সেখানে আঙুলের ডগায় বসিয়ে রাখা যায় এমন ছোট একটি ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। এই ব্যাঙের নাম দেয়া হয়েছে ‘পেডোফ্রাইন অ্যামোএনসিস’। এর আরেক নাম হলো ‘পেডোফ্রাইন সুইফটোরাম’। তার নাম বিশাল বড় হলেও লম্বায় ব্যাঙটি মাত্র আট মিলিমিটার। গাঢ় বাদামি রঙের এই ব্যাঙের গায়ে আছে কালচে নীল আর সাদা রঙের ছোট ছোট দাগ। ১১ই জানুয়ারী ২০১২ আমেরিকার ‘পাবলিক লাইব্রেরি অব সায়েন্স’ জার্নালে এই ক্ষুদ্রতম মেরুদণ্ডী প্রাণীর অস্তিত্বের ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এই ব্যাঙটি আকারে এতই ছোট যে পাপুয়া নিউগিনির বনে এদের খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য। এই ক্ষুদ্রতম ব্যাঙের সন্ধানদাতা আমেরিকার লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ক্রিস অস্টিন জানান, এর আগে এত ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণীর সন্ধান বিশ্বে পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে সন্ধান পাওয়া মাছ ‘পেডোসাইপ্রিস প্রোজেনেটিকা’কে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণী বলা হতো।কিন্তু ১১ই জানুয়ারী ২০১২ থেকে সে ওই গৌরব হারিয়েছে। এখন থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদে মেরুদণ্ডী প্রাণীর নামে ছোট্ট ব্যাঙ ‘পেডোফ্রাইন অ্যামোএনসিস’কেই ডাকা হবে।
No comments:
Post a Comment